নিজস্ব প্রতিবেদন: আদালত নিযুক্ত কমিটির অনুমতি ছাড়া বিশ্বভারতীর সম্পত্তির বা যে সম্পত্তিকে বিশ্বভারতী নিজের বলে দাবি করে, সেখানে কোনও নির্মাণ অথবা ভাঙার কাজ করা যাবে না। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ- রাজ্য এবং কেন্দ্রের রাজস্ব বিভাগের আধিকারিকরা যুদ্ধকালীন তত্পরতায় বিশ্বভারতীর সম্পত্তি চিহ্নিতকরণের কাজ করবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  বিশ্বভারতীকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের, তদন্ত সামলাতে গঠন ৪ সদস্যের কমিটি


কাঁটাতার দিয়ে জমি ঘেরার কথাও বলেছে আদালত। এছাড়াও, ১৭ অগাস্টের ঘটনার প্রেক্ষিতে পুলিশের সমস্ত পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে।  যদিও বিশ্বভারতী এবং সংলগ্ন এলাকায় কড়া নজর রাখবে পুলিশ। জানিয়েছে আদালত। আপাতত, ফৌজদারি বা দেওয়ানী আদালতে সম্পত্তির বিবাদ সংক্রান্ত সব মামলা  স্থগিত রাখারও নির্দেশ দিয়েছে আদালত।