নিজস্ব প্রতিবেদন: পুজো রিভিউ মামলায় রায় দিল হাইকোর্ট। রিভিউ পিটিশন আমল পেল না। ঢাকিদেরও ঢুকতে দেওয়া হবে না  পুজো মণ্ডপে এমনটাই জানা যায় বুধবার সকাল থেকে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দর্শনার্থীদের জন্য বহাল রাখা হয়েছে No Entry Zone। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইনজীবী কল্যাণ বন্ধ্যোপাধ্যায় হাইকোর্টের কাছে নো এন্ট্রি জোনের নিয়ম শিথিল করার আর্জি জানিয়েছিল। সেই আর্জিকে তোয়াক্কা না করেই বহার রাখল পূর্ববর্তী গাইডলাইন। 


পুজোর রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে গিয়েছিল  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ফোরাম ফর দুর্গোত্সব কমিটি। হাইকোর্ট চায় মণ্ডপ হোক দর্শকশূন্য। কতজন উদ্যোক্তা থাকতে পারবেন, তাও বেঁধে দিয়েছে আদালত। একেবারে শেষ মুহূর্তে এই রায়ের কারণে নানা সমস্যার কথাও তুলে ধরেন উদ্যোক্তারা।


জানা যাচ্ছে, বাফার জোনে রাখা হতে পারে ঢাকিদের। সিঁদুর খেলা নিয়ে রায় দেয়নি। বড় পুজোয় ঢুকতে দেওয়া হবে ৪৫ জন। ছোট পুজোয় ঢুকতে দেওয়া হবে ১৫ জন।