প্রসেনজিত্ মালাকার: করোনা আক্রান্ত নোবেলজয়ী অমর্ত্য সেন। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে ভালোই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকদিন আগেই শান্তিনিকেতনের বাড়িতে আসেন অমর্ত্য সেন। তখন থেকেই তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না বলে সূত্রের খবর। চিকিত্সকদের সঙ্গে পরামর্শ করার পরই তাঁরা করোনা টেস্ট করাতে বলেন। Rapid Test করানো হয় অমর্ত্য সেনের। সেই টেস্টেই করোনা পজিটিভ হন নোবেলজয়ী।


বর্তমানে শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচী-তেই রয়েছেন অমর্ত্য সেন। সেখানেই তাঁর চিকিত্সা চলছে। তবে এখনও তাঁর RT-PCR টেস্ট হয়নি। সূত্রের খবর, শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে তাঁর কলকাতা যাওয়ার কথা ছিল। আগামী ১০ জুলাই তাঁর লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল।


আরও পড়ুন-অমরনাথের পথে আটকে লেকটাউনের বিপুল, বাবার জন্য চিন্তায় বছর বারোর বিশ্বরূপ 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)