নিজস্ব প্রতিবেদন : আটদিন ধরে নিখোঁজ। অবশেষে বৃহস্পতিবার সকালে খোঁজ মিলেছে নদিয়ার 'নিখোঁজ' নোডাল অফিসার অর্ণব রায়ের। পুলিস দাবি করেছে, হাওড়া স্টেশন চত্বরেই খোঁজ মিলেছে তাঁর। কিন্তু অর্ণব রায়ের 'অন্তর্ধান' নিয়ে দানা বেঁধেছে রহস্য। পুলিসের একাংশের দাবি, এর পিছনে জড়িয়ে রয়েছে প্রণয় ঘটিত কারণ-ই। এর আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছিলেন অর্ণব রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সূত্রের খবর, নিজে থেকেই আত্মগোপন করেছিবেন অর্ণব। এমনকি আত্মগোপনের আগে নিজের অফিসিয়াল কাগজপত্র ও চাবি সহকর্মীদের হাতে দিয়ে গিয়েছিলেন তিনি। এই সূত্রে ধরেই অর্ণব রায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি কর্তারা।



(অর্ণব রায়ের শ্বশুরবাড়ি)


উল্লেখ্য, এদিন সকালে হাওড়া শরত্ চ্যাটার্জি স্ট্রিটের শ্বশুরবাড়ি থেকে শ্বশুরকে বেরিয়ে যেতে দেখেন প্রতিবেশীরা। কিন্তু বার বার বাড়িতে যোগাযোগ করার চেষ্টা হলেও, কাউকেই পাওয়া যায়নি। পুলিস সূত্রে জানা গিয়েছে, মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করেই নিখোঁজ অফিসারের খোঁজ মেলে। যদিও, নিখোঁজ আটদিন অর্ণব কোথায় ছিলেন তা এখনও স্পষ্ট নয়।


আরও পড়ুন, মদন মিত্রের মেগা কামব্যাক, ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল তৃণমূল


প্রসঙ্গত, ১৮  এপ্রিল উধাও হয়ে যান অর্ণব রায়। স্বামীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে নদিয়া জেলা শাসকের কাছেও দরবার করেন অর্ণব রায়ের স্ত্রী। অফিসার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার পিছনে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক 'পারিবারিক কারণ'-এর ইঙ্গিত দিয়েছিলেন। যদিও অর্ণব রায়ের স্ত্রী তাঁদের মধ্যে দাম্পত্য সম্পর্ক যথেষ্ট মজবুত বলে দাবি করেছিলেন।