ওয়েব ডেস্ক: মনুয়াকাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল উত্তর ২৪ পরগনা জেলা পুলিস। বুধবার বারাসত আদালতে মধ্যমগ্রাম থানার তদন্তকারী আধিকারিক চার্জশিট পেশ করেন। গ্রেফতারির ৮৬ দিনের মাথায় পেশ করা হল চার্জশিট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মে মাসে মধ্যমগ্রামে উদ্ধার হয় ‌যুবক অনুপম সিংহের দেহ। তদন্তে নেমে সন্দেহের তালিকায় উঠে আসে স্ত্রী মনুয়া মজুমদারের নাম। প্রায় ১৫ দিন পর মনুয়াকে গ্রেফতার করে জেরা শুরু করে পুলিস। জেরায় ভেঙে পড়ে মনুয়া ‌জানায়, প্রেমিক অজিত রায়কে দিয়ে স্বামীকে খুন করিয়েছে সেই। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে।


আরও পড়ুন- বারাসত আদালতের বাইরে আক্রান্ত মনুয়ার আইনজীবী



বুধবার সেই মামলায় চার্জশিট পেশ করে পুলিসের তরফে দাবি করা হয়, মনুয়া ও অজিত মিলে ষড়‌যন্ত্র করে খুন করেছে অনুপমকে। প্রমাণ হিসাবে পুলিস জানিয়েছে,


‌যে লোহার রড দিয়ে অনুপমকে খুন করা হয়েছে তাতে অজিতের হাতের ছাপ মিলেছে।


অনুপমের বাড়িতে উদ্ধার হওয়া সিগারেটের অংশেও মিলেছে অজিতের আঙুলের ছাপ।


ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চুল ও জামার কাপড়ের নমুনার সঙ্গে অজিতের জামা ও চুলের নমুনা মিলে গিয়েছে।


ফোনের কল রেকর্ড পরীক্ষা করে পুলিশ জানিয়েছে ঘটনার সময় দু’জনের ফোনে মোট ২৪৪৫ সেকেন্ড কথা হয়েছে।


ঘরে ঢোকার জন্য অজিতকে বাড়ির চাবি খুলে দিয়েছিল মনুয়াই।


স্থানীয়রা সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, দু’জনকে একসঙ্গে বাড়িতে ঢুকতে ও বেরোতে দেখা গিয়েছে।



গ্রেফতারির ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ না করলে অভি‌যুক্তদের জামিন পাওয়ার সম্ভাবনা থাকে। এদিন চার্জশিট দিয়ে সেই রাস্তা বন্ধ করল পুলিস। মনুয়ার বিরুদ্ধে ৩০২ ধারায় খুন, ১০৯ ধারায় ষড়‌যন্ত্রে লিপ্ত থাকা ও ১২০ ধারায় একই উদ্দেশ্যে অপরাধ করার অভি‌যোগ আনা হয়েছে চার্জশিটে।


অজিতের বিরুদ্ধে ৩০২ ও ১২০ ধারায় মামলা করেছে পুলিস।