বারাসত আদালতের বাইরে আক্রান্ত মনুয়ার আইনজীবী

বারাসত আদালতের বাইরে আক্রান্ত হলেন মনুয়ার আইনজীবী । তাঁর বুকে ও হাতে আঘাত লেগেছে বলে দাবি আইনজীবী সুশোভন মিত্রর। বার অ্যাসোসিয়েশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন আক্রান্ত আইনজীবী । এদিকে মনুয়া ও অজিতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । হৃদয়পুর হত্যাকাণ্ডে আজ ফের আদালতে পেশ করার সময় ধৃতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান নিহত অনুপমের আত্মীয়স্বজনরা। গত ১৬ মে গ্রেফতারের পর ১৭ মে দুজনকেই আদালতে তোলা হয়। সেসময় দুজনকে ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

Updated By: May 27, 2017, 03:00 PM IST
বারাসত আদালতের বাইরে আক্রান্ত মনুয়ার আইনজীবী

ওয়েব ডেস্ক: বারাসত আদালতের বাইরে আক্রান্ত হলেন মনুয়ার আইনজীবী । তাঁর বুকে ও হাতে আঘাত লেগেছে বলে দাবি আইনজীবী সুশোভন মিত্রর। বার অ্যাসোসিয়েশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন আক্রান্ত আইনজীবী । এদিকে মনুয়া ও অজিতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । হৃদয়পুর হত্যাকাণ্ডে আজ ফের আদালতে পেশ করার সময় ধৃতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান নিহত অনুপমের আত্মীয়স্বজনরা। গত ১৬ মে গ্রেফতারের পর ১৭ মে দুজনকেই আদালতে তোলা হয়। সেসময় দুজনকে ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

ভুয়ো ডাক্তার কাণ্ডে বেলভিউয়ের CEO প্রদীপ ট্যান্ডনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল CID

.