নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের ৫০ হাজার কোটি টাকার গরিব কল্যাণ রোজগার অভিযান যোজনায় বাংলার একটি জেলারও নাম নেই। বিস্তারিত তথ্য দিয়ে এবার এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করে খোলা চিঠি লিখছেন কংগ্রেস সাংসদ  অধীর চৌধুরী।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, গত সপ্তাহেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাংবাদিক বৈঠক করে গরিব কল্যাণ রোজগার যোজনা ঘোষণা করেছিলেন। দেখা যায়, তাতে বাংলার কোনও জেলারই নাম নেই। অথচ এই প্রকল্প বাস্তবায়িব হবে ৬টি রাজ্যের মোট ১১৬টি জেলায়। কেন বাংলার জেলার নাম নেই, তা জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন অধীরবাবু।


তাঁর বক্তব্য, লকডাউনে ভিনরাজ্যে কর্মরত বাংলার প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। তাঁরা কোনওভাবে নিজের ঘরে ফিরেছেন বটে কিন্তু অদূর ভবিষ্যতে পেটে ভাত পড়বে কীভাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন। লক্ষ লক্ষ মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছেন। অথচ কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার যোজনার তালিকায় নাম নেই বাংলার।


প্রশ্ন হচ্ছে কীসের ভিত্তিতে তালিকা তৈরি করেছে কেন্দ্র? কেন তাতে নাম নেই বাংলার?


কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, যে যে রাজ্যের জেলাগুলিতে ২৫ হাজার বা তার বেশি পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছেন, সেই জেলাগুলির নাম রয়েছে। তালিকায় থাকা বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা ও রাজস্থানে ১১৬টি জেলার পরিযায়ী শ্রমিকরা এই প্রকল্পের আওতায় ১২৫ দিনের কাজ পাবেন। কিন্তু সেক্ষেত্রে তো বাংলার নামও থাকা উচিত ছিল। বক্তব্য বহরমপুরের সাংসদের। কিন্তু তা নেই কেন?



এবিষয়ে রাজ্যের গরিব মানুষগুলোর স্বার্থেই মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন অধীরবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  খোলাচিঠিতে তিনি লিখেছেন, "আপনি নিজেই বলেছেন রাজ্যের ১০ লক্ষ পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছেন। তাঁরা আজ কর্মহীন, অসহায়। আমি বিস্মিত যে কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার যোজনায় বাংলার একটি জেলারও নাম নেই। আপনিও হয়তো বিষয়টি জানেন। কিন্তু কেন বাংলার নাম নেই, সে ব্যাপারে কেন্দ্রের সঙ্গে সরাসরি কথা বলুন। অসহায় মানুষগুলো এই প্রকল্পের আওতায় অন্তত ১২৫ দিনের কাজ পাবে।"