অরূপ লাহা: ২০২৬ নয়, ২০২৪ সালে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হবে। সোমবার এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার পূর্ব বর্ধমানের সাতগাছিয়ার মাঠে একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে জাতীয় কর্মী সমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা প্রসঙ্গ টেনে আনার উল্লেখ করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "হায়দরাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ ভয় এবং আতঙ্কের জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ১৯৫৬ ভোটে হেরেছেন। তাই তিনি সব সময়ে ২০১৯ সালের ভয় পাচ্ছেন। বাংলা আবাস যোজনা, সড়ক যোজনা-সব জায়গাতেই বাংলা লেখা হয়েছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে সব মুছে দিচ্ছেন। মুছে দিয়ে প্রধানমন্ত্রী লেখা হচ্ছে। বাংলায় ৭০ লক্ষ শৌচাগার দিয়েছে মোদী সরকার।" 


নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "খোকন দাস, কেতুগ্রামের বিধায়ক দুর্গাপুর ঘুরে এসেছেন। ভোট পরবর্তী হিংসায় আমাদের কর্মী সমর্থকদের অত্যাচার করা হয়েছে। প্রাইমারি, এসএসসি, দমকল বাহিনীতে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল নেতারা। কোনও নিয়মকানুন মানা হয়নি। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে।" 


রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও তৃণমূল নেত্রীকে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "রাষ্ট্রপ্রতি ভোট নিয়ে এখন ডিগবাজি খাচ্ছেন মমতা। ইসকনের রথ টানতে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, আগে জানলে ভেবে দেখতেন। আসলে মোদীজীর ছক্কায় কুপোকাত মমতা বন্দ্যোপাধ্যায়।"


আরও পড়ুন: Mamata Banerjee: ওর মাথা খারাপ; একবার নবান্নেও ঢুকে পড়েছিল, ছেলের পক্ষে সওয়াল হাফিজুলের বাবার


আরও পড়ুন: Memari: বিয়ের ৫ মাসেই দাম্পত্যে ইতি, ঘরে উদ্ধার নবদম্পতির জোড়া দেহ!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)