নিজস্ব প্রতিবেদন: দেশে 'সুপার ইমারজেন্সি' চলছে। শিলচর বিমানবন্দরের ঘটনা প্রমাণ করল বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে দাঁড়িয়ে এমনটাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিনের ঘটনার জন্য মোদী সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানিয়েছিলেন কাউকে হেনস্থা করা হবে না। কিন্তু আজ যখন আমাদের প্রতিনিধিরা আক্রান্তদের পাশে দাঁড়াতে গেল তখন তাদের বাধার মুখে পড়তে হয়েছে। তাদের সঙ্গে বিমানবন্দরের মধ্যে দুর্ব্যবহার করেছে পুলিস। এমনকী প্রতিনিধিদলের মহিলা সদস্যরাও ছাড় পাননি।'


মমতার প্রশ্ন, প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে সব কিছু শান্ত রয়েছে। তাহলে ১৪৪ ধারা জারি করতে হল কেন?' তৃণমূলনেত্রীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ও সত্য চাপা দিতেই আজ তৃণমূলের প্রতিনিধিদলকে বাধা দেওয়া হয়েছে। বিজেপি সরকারের বলপ্রয়োগের ধরণ দেখে মনে হচ্ছে যেন দেশে সুপার ইমারজেন্সি চলছে।'


এদিনের ঘটনার তীব্র নিন্দা করে মমতা বলেন, 'আমাদের প্রতিনিধিরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। এনাফ ইজ এনাফ, বিজেপির মুখোশ খুলে গিয়েছে।' 


তবে তিনি নিজে অসম যাবেন কি না তা নিয়ে মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। পরে এব্যাপারে তাঁর সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তিনি।