তন্ময় প্রামাণিক: একে করোনা, চিকিত্সা করাতে এসে ধরা পড়ল ক্যানসার। সেই বিরল ক্যানসারকেও রুখে দিলেন চিকিত্সকরা। কুলতলির মহিলাকে নতুন জীবন ফিরিয়ে দিল এনআরএস হাসপাতাল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এনআরএস মেডিক্যাল কলেজ। কোভিড পরিস্থিতিতে এই হাসপাতালও লড়ছে। দিনরাত এক করে মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার সঙ্কল্পে ফের এক মাইলফলক ছুঁল এনআরএস। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কুলতলির বাসনা মাইসা। 


আরও পড়ুন: পুজোয় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা, তড়িঘড়ি বেড বাড়ানো হচ্ছে মেডিক্যালে


করোনার চিকিত্সা চলাকালীন বিরল ক্যানসারের হদিশ পান চিকিত্সকরা। শরীরে ধরা পড়ে "ফ্যামিলিয়াল অ্যাডিনো মেটাস পলিপসিস '। সাধারণত ১০ লাখে মাত্র একজনের এই বিরল ক্যানসার হয়।


রোগীকে বাঁচানোর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন চিকিত্সকরা। সরকারি খরচেই জটিল অপারেশন করে কোলন বাদ দেওয়া হয়। অপারেশনের আগে ও পড়ে প্রয়োজন ছিল নিবিড় পর্যবেক্ষণ। বংশগত ও জিনঘটিত এই  রোগকে অবশেষে পরাস্ত করেছে এনআরএস। 


সরকারি হাসপাতালে নিখরচায় জটিল থেকে অতি জটিল রোগের চিকিত্সা সম্ভব, আরও একবার পথ দেখালো এনআরএস। জীবন ফিরে পেলেন কুলতলির বাসনা।