নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাসের কাছে কানকাটা মোড়ে উদ্ধার হল প্রচুর আধার কার্ড। মঙ্গলবার সকালে ওই বিপুল সংখ্যক আধার কার্ড দেখতে পেয়ে হইচই শুরু করে দেন এলাকার বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Harpoon Missile: ভারতের হাতে আসছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র


কোথা থেকে আধার কার্ডের মতো ওই গুরুত্বপূর্ণ নথি এল তা এখনও জানা যায়নি। তবে খরব পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার আরশিনগর ফাঁড়ির পুলিস। তারা আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যান।


আরও পড়ুন-WB Flood Situation:  উদয়নারায়ণপুরে বন্যায় মৃত্যু,  জলের তোড়ে তলিয়ে গেল কিশোরী


এদিকে, ওইসব আধারকার্ডের মধ্যে নিজের মেয়ের আধার কার্ড খুঁজে পেলেন শিলিগুড়ির চয়নপাড়ার এক বাসিন্দা। তিনি জানান, কিছুদিন আগে মেয়ের আধার কার্ড তৈরি করতে দিয়েছিলাম। পোস্ট অফিসের মাধ্যমে সেই আধার কার্ড আসার কথা। আজ কানকাটা মোড়ে পড়ে থাকা ওইসব আধার কার্ডের মধ্যে আমার মেয়ের কার্ড দেখতে পান একজন। সেই কার্ডে আমার ফোন নম্বর লেখা ছিল। তা দেখেই এক ব্যক্তি আমাকে ফোন করেন। ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মেয়ের আধার কার্ডও সেখানে রয়েছে।


এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের সন্ধানে নেমেছে পুলিস ।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)