Bardhaman: ব্যাঙ্কে জমা টাকা গেল কোথায়, জেলাশাসকের দ্বারস্থ কয়েকশো গ্রামবাসী
গ্রাহকদের অভিযোগ, কখন তাদের টাকা তুলে নেওয়া হয়েছে তা তারা জানতেই পারেননি
নিজস্ব প্রতিবেদন: তিল তিল করে জমানো টাকার এখন অস্তিত্বই নেই। সেই টাকা কীভাবে ফেরত পাবেন তাও জানা নেই। শেষপর্যন্ত টাকা ফিরে পেতে জেলা শাসকের দ্বারস্থ হলেন পূর্ব বর্ধমানের কয়েকশো মানুষ।
জেলার ভান্ডারডিহি গঞ্জ এলাকায় এলাহাবাদ ব্যাঙ্কের একটি শাখা ছিল। এলাকার মানুষজন ওই ব্যাঙ্কেই লেনদেন করতেন। বছরখানেক আগে ব্যাঙ্কটি মিশে যায় ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে। কিন্তু কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতেই তাঁরা দেখেন ব্যাঙ্কে রাখা তাদের টাকা গায়েব। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখিয়েও কোনও লাভ হয়নি। টাকা হাতে পাননি ১৫৩ গ্রাহক।
গ্রাহকদের অভিযোগ, কখন তাদের টাকা তুলে নেওয়া হয়েছে তা তারা জানতেই পারেননি। তাদের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ফিক্সড ডিপোজিটের টাকা ম্যাচিওর হলেও তাও পাচ্ছেন না গ্রাহকরা।
আরও পড়ুন-Jhalda Councilor Murder: ২ TMC নেতাকে জিজ্ঞাসাবাদ CBI-র, হাজিরা এড়ালেন কাউন্সিলর