Malda Incident: হাসপাতালে ঢুকে নার্স নিগ্রহ-খুনের হুমকি, চিকিত্সককে মার `মন্ত্রী ঘনিষ্ঠ` তৃণমূল নেতার!
ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের উপর হামলা চালায় রাজ্যের মন্ত্রী তাজামুল হোসেন ঘনিষ্ঠ এলাকারই এক তৃণমূল কংগ্রেস এক নেতা।
রণজয় সিংহ: আরজি কর-কাণ্ডে যখন সারা রাজ্য উত্তাল, এমনকি প্রতিবাদের ঝড় রাজ্যের গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে, ঠিক তখনই এরাজ্যে ফের কর্তব্যরত চিকিত্সক ও নার্সদের উপর হামলা চালানোর অভিযোগ। অভিযোগ, ডিউটিরত নার্সদের অশ্লীল ভাষায় আক্রমণ করেন মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতা। এমনকি খুনের হুমকিও দেন নার্সকে। শারীরিক নিগ্রহ করতে পর্যন্ত তেড়ে যান নার্সদের দিকে। সেইসঙ্গে বেধড়ক মারধর করেন হাসপাতালে কর্তব্যরত মেডিক্যাল অফিসারকেও। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।
অভিযোগ, রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের উপর হামলা চালায় রাজ্যের মন্ত্রী তাজামুল হোসেন ঘনিষ্ঠ এলাকারই এক তৃণমূল কংগ্রেস এক নেতা। অভিযোগ অবিনাশ দাস নামে ওই নেতা রাত ১১টা নাগাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের নার্সিং স্টেশনে হঠাৎ ঢুকে পড়েন। তারপরকর্তব্যরত নার্সদের উদ্দেশে অশ্লীল ভাষায় আক্রমণ করেন। অশ্রাব্য গালিগালাজ শুরু করেন নার্সদেরকে। এমনকি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকিও দেন ওই তৃণমূল নেতা। আরও অভিযোগ রীতিমতো শারীরিক নিগ্রহ করতে নার্সদের দিকে তেড়ে যান তিনি।
এমনকি সেখানে উপস্থিত মেডিক্যাল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা এরপর ওই নেতাকে আটকে ফেলেন। এরপরই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঙ্গে বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করে। ওদিকে এই ঘটনার পর ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক-নার্সদের নিরাপত্তা নিয়ে। তাঁদের অভিযোগ, জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্য-কর্মীদের কোনও নিরাপত্তা নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)