নিজস্ব প্রতিবেদন : তিন মাস ধরে বাংলাদেশের জেলে আটক বৃদ্ধ দম্পতি। আর বৃদ্ধ বাবা-মার মুক্তির আর্জি নিয়ে জেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তার ছেলে। আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আটক বৃদ্ধ দম্পতির ছেলে মহবুল মিঞার অভিযোগ, তার ৬৮বছরের বৃদ্ধ বাবা কাদির সেখ ও ৬৩ বছরের বৃদ্ধা মা আলকনুর বিবি ভারত-বাংলাদেশ সীমান্ত কালিয়াচক থানার শ্মশানি এলাকার বাসিন্দা। এলাকাটি কাটার জিরো পয়েন্টের থেকে দেড়শো গজের মধ্যে। চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তাঁরা। অভিযোগ, গত ১৯/০৯/২০১৭ তারিখে রাত দেড়টার নাগাদ বিজেবি ও বাংলাদেশ পুলিশ কর্মীরা বেআইনী ও অমানবিকভাবে তুলে নিয়ে চলে যান তাঁর বাবা-মাকে। জানতে পেরে ২৪নং বিএসএফ কর্তাদের বিষয়টি জানান মহবুল মিঞা। এরপর ২১/০৯/১৭তারিখে দুই দলের সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা বৈঠকও করেন। কিন্তু তারপরও বাবা ও মাকে ফেরত দেওয়া হয়নি।


মহবুল মিঞা আরও জানান, এবিষয়ে গত ২৫/০৯/১৭ তারিখে জেলার পুলিশ সুপারকে তিনি জানিয়েছেন। তবে তারপরেও কোনও সমাধান হয়নি। সেকারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি নিয়ে আর্জি জানিয়েছেন তিনি। মহবুল মিঞার বক্তব্য, বাংলাদেশ সরকার তার বাবা ও মাকে অস্ত্র আইন ও বিদেশী অনুপ্রবেশের আইনে গ্রেপ্তার করে সংশোধনাগারে বন্দি করে রেখেছে। তাই বাবা ও মায়ের মুক্তির জন্য গত তিন মাস ধরে তিনি প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন।  তাঁর আশা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত এবিষয়ে তাঁকে সাহায্য করবেন।