নিজস্ব প্রতিবেদন : পুজো করতে বসে প্রদীপের আগুনে পুড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে বনগাঁর জয়পুরে। জানা গেছে, প্রতিদিনের মতো শনিবারও ভোর পাঁচটায় স্নান সেরে পুজোয় বসেছিলেন ষাট বছরের সীমা মণ্ডল। নাতির দস্যিপনা এড়াতে দরজা বন্ধ করে ঠাকুরঘরে পুজোয় বসেছিলেন তিনি। পাশের ঘরে ঘুমোচ্ছিল নাতি ও বৌমা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিকভাবে অনুমান, প্রদীপের আগুন সীমা মণ্ডলের কাপড়ে লেগে যায়। ঠাকুরঘরের জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে চিত্‍কার করেন প্রতিবেশীরা। দমকল এসে প্রৌঢ়াকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয়। সীমা মণ্ডলের দুই ছেলেই কর্মসূত্রে বাইরে থাকেন। এক ছেলে পেশায় ব্যবসায়ী।


আরও পড়ুন, ব্যান্ডেলের সোনার দোকানে চুরি, সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালাল দুষ্কৃতীদল