নিজস্ব প্রতিবেদন:  পরিবারের অশান্তিতে মানসিক অবসাদ। তা থেকেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত। বাড়িতেই বিষ খেয়েছিলেন বীরভূমের নাদড়া গ্রামের বছর পঁচাত্তরের  বৃদ্ধ দুলাল মণ্ডল। কিন্তু পরিবারের লোক বুঝতে পেরেই তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করান। এবার হাসপাতালে বাথরুমে যাওয়ার নাম করেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্ল্যাটফর্মের সিটে বসে তরুণী, রক্তে ভেসে যাচ্ছে এলাকা, পাশে লেখা একটি ‘শব্দ’…


গত দুদিন ধরে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন দুলাল মন্ডল। বৃহস্পতিবার ভোর তিনটে পনেরো মিনিট নাগাদ বাথরুমে যান তিনি। তাঁর ছেলে মন্টু মন্ডল বাথরুম অবধি পৌঁছে দেন তাঁকে। বাথরুম থেকে বের হতে দেরি হওয়ায় সন্দেহ হয় ছেলের। বাথরুমের কাছে গিয়ে দেখেন দুলালবাবু নেই। শুরু হয় খোজাখুঁজি।  জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।


আরও পড়ুন: আচমকা বিকট শব্দ, হাওড়া স্টেশনে সাতসকালে ভয়ঙ্কর ঘটনা


 হাসপাতাল কর্তৃপক্ষ মন্টুকে থানায় যেতে বলে। হাসপাতালে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এক জন বৃদ্ধ এইভাবে নিখোঁজ হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন নিখোঁজ দুলাল মণ্ডলের ছেলে। সিউড়ি থানাতেও লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।