নিজস্ব প্রতিবেদন: বাড়ির ছোটদের মধ্যে সামান্য বিবাদ। আর তার জেরেই খুন হয়ে গেলেন এক বৃদ্ধ। রায়গঞ্জের তুলসীতলার ঘটনা। দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের।


সঙ্গিনী দখলের লড়াইয়ে মৃত পুরুষ চিতাবাঘ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাত্র কয়েক মুহূর্তে ছট পুজোর সব আনন্দ বদলে গেল হাহাকারে। দুই পরিবারের বচসা থামাতে গিয়ে খুন হয়ে গেলেন এক বৃদ্ধ।


ভোরে ছট পুজো দিতে যাবার সময় বিবাদে জড়ায় তুসলীতলার দুই পরিবারের শিশুরা। তা নিয়েই তুমুল ঝগড়া, হাতাহাতি শুরু হয়ে যায় দুই পরিবারের মধ্যে। থামাতে উদ্যোগী হন বৃদ্ধ নন্দু দাস। অভিযোগ তখনই পিছন থেকে তাঁর গলা চেপে ধরে প্রতিবেশী পিকু এবং মোহন দাস। ঘটনাস্থলেই লুটিয়ে পরেন বৃদ্ধ। রঙিন কাগজের মালা দিয়ে সাজানো হয়েছিল বাড়ি, তৈরি হচ্ছিল ঠেকুয়া। কিন্তু মুহূর্তের মধ্যে নিভে গেছে উত্সবের সব আলো।


সুখবর! লোকাল ট্রেনে বাড়ছে মহিলা কামরা