সুখবর! লোকাল ট্রেনে বাড়ছে মহিলা কামরা

Updated By: Oct 27, 2017, 04:00 PM IST
সুখবর! লোকাল ট্রেনে বাড়ছে মহিলা কামরা

নিজস্ব প্রতিনিধি:  ট্রেনের মহিলা যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ ডিভিশনের তিনটি সেকশন, শিয়ালদা মেন, বনগাঁ শাখা ও দক্ষিণ শাখার সমস্ত লোকাল ট্রেনে মহিলা বগির সংখ্যা বাড়ানো হচ্ছে। ট্রেনের মোট বগির সংখ্যা একই রেখে মহিলা যাত্রীদের জন্য বরাদ্দ বগির সংখ্যা বাড়ানো হচ্ছে।

বিষয়টি ঠিক কী রকম?

রেল সূত্রে খবর, ৯ বগির লোকাল ট্রেনগুলিতে বর্তমানে একটি বগিই ভাগ করে প্রথম ও শেষদিকে মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রথম ও শেষদিকের দ্বিতীয় বগিটি ভাগ করে মহিলা ও ভেন্ডর কামরা হিসাবে বরাদ্দ রয়েছে। কিন্তু এবার থেকে প্রথম ও শেষ দিকে দ্বিতীয় বগি দুটিই পুরোপুরিই মহিলাদের জন্য বরাদ্দ করা হচ্ছে। এবার থেকে আর অর্ধেক করে বগিটি ব্যবহার করা হবে না। অর্থাত্ শিয়ালদহ ডিভিশনের এই তিন শাখায় ৯ বগির ট্রেনে ২টি কামরা মহিলাদের জন্য বরাদ্দ করা হবে। অন্যদিকে, ১২ বগির ট্রেনগুলিতে এখন ২টি করে বগি মহিলাদের জন্য রয়েছে। সেক্ষেত্রে ১২বগির ট্রেনগুলিতে ৩টি বগি মহিলাদের জন্য বরাদ্দ থাকবে। 

.