তপন দেব: বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। আলিপুরদুয়ারের ফলাকাটার দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল দেশের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের। আর শোনা যাবে না রাজার গর্জন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বনদফতর সূত্রের খবর, রাজার বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস। এ রাজ্য তো বটেই, গোটা দেশে আর কোনও বাঘ এতবছর বাঁচেনি। গত বছরের ২৩ অগাস্ট রীতিমতো ধূমধাম করে জন্মদিনও পালন করা হয়েছিল রাজার। গতকাল, রবিবার গভীর রাতে মারা গেল সে।



আরও পড়ুন: Murder: গোপনাঙ্গ কাটা! রাস্তার ধারে উদ্ধার ৩৫-এর যুবকের গুলিবিদ্ধ দেহ, চাঞ্চল্য


এর আগে, ২০০৮ সালে সুন্দরবনের কুমিরের হামলার গুরুতর জখম হয় রয়্যাল বেঙ্গল টাইগার 'রাজা'। একটি পায়ে গভীর ক্ষতের সৃষ্টি  হয়। শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে, তাকে বাঁচিয়ে রাখাই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে আলিপুর চিড়িয়াখানা চিকিৎসা চলছিল রাজার, তারপর বাঘটিতে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ারের ফলাকাটার দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। 


আরও পড়ুন: Nepali Children Detained: 'বড়া আদমি বাননা হ্যায়', বাড়ি থেকে পালিয়ে হাওড়া স্টেশনে আটক নেপালের ৫ নাবালক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)