নিজস্ব প্রতিবেদন:  মামলা যেন পিছু ছাড়ছে না পঞ্চায়েত নির্বাচনের। এবার ই-মনোনয়নের দাবিতে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল সিপিএম। বুধবারই সিপিএমের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি খারিজ করে দেন বিচারপতি সুব্রত তালুকদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনলাইনে মনোনয়নের স্বীকৃতির দাবি জানিয়ে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম। আইনজীবী বিকাশ ভট্টাচার্য দাবি করেন, ‘বর্ধিত মনোনয়নের দিনে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই অনেকে ই-মেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ‘ আদালতকক্ষে বিকাশবাবু সওয়াল করেন, ‘হোয়াটসঅ্যাপে মনোনয়ন গ্রহণ হলে ইমেলে কেন হবে না?’ মূলত সিপিএম প্রার্থীদের ইমেলে পাঠানো মনোনয়নগুলি গ্রহণ করার আর্জি জানিয়েছিলেন বিকাশ ভট্টাচার্য।


আরও পড়ুন: ই-মনোনয়নের আর্জি নিয়ে ডিভিশন বেঞ্চে যেতে পারে সিপিএম


যদিও বিকাশরঞ্জনের আর্জি খারিজ করে হাইকোর্ট জানিয়ে দেয়, পঞ্চায়েত আইনে এরকম কোনও বিধি নেই। তাই ইমেলে পাঠানো মনোনয়ন গ্রহণের ব্যাপারে আদালত কোনও হস্তক্ষেপ করতে পারবে না। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেল সিপিএম।


প্রসঙ্গত, মঙ্গলবার আদালতের নির্দেশে, ভাঙড়ের ৯ প্রার্থীর হোয়াটসঅ্যাপে পাঠানো মনোনয়ন বৈধতা পায়। সেই নজির দেখিয়েই আদালতে আর্জি জানিয়েছে সিপিএম।