নিজস্ব প্রতিবেদন:  হাতির পায়ে গেঁথে গিয়েছিল লোহার শিকল। ব্যাথায় ছটফট করছিল সে। রক্ত বের হচ্ছিল পা থেকে। জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে আসে ওই হাতিটি। আপাতত দৃষ্টিতে শিকল ছিঁড়ে বাঁধন মুক্ত হতে চেয়েছিল বোধ হয় হাতিটি। কিন্তু, শিকল ছিঁড়ে বের হতে পারলেও তা গেঁথে যায় পায়ের নিচের অংশে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঁকুড়া থেকে উদ্ধার করা হয় ওই আহত হাতিটিকে।  তারপর তাকে ঘুমের ইঞ্জেকশন দেয় বন দফতরের কর্মীরা। তৎপরতার সঙ্গে চিকিৎসা করতে শুরু করেন ৬ জন পশুচিকিৎসক। বন দফতর সূত্রে জানা গিয়েছে ২ মাস ধরে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছিল হাতিটি। 


শিকলটি সম্পূর্ণভাবে বের করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পশু চিকিৎসকের দল। অস্ত্রোপচার করা হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)