নিজস্ব প্রতিবেদন: জগদ্দলে গুলি-কাণ্ডে অবশেষে ধরা পড়ল একজন। সোমবার গভীর রাতে ধরা পড়ে অভিযুক্ত। আজ, মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার ভরদুপুরে জগদ্দলে গুলি চলে। বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়েছিলেন এলাকারই এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, রাজা আনসারি নামে এক যুবক রাজু সাউ নামে এক যুবককে গুলি করে পালিয়েছিল। খবর পেয়েই ঘটনাস্থলে চলে এসেছিলেন অর্জুন সিং (Arjun Singh)। তাঁর দাবি, রাজু সাউ বিজেপি কর্মী। 


আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানকে 'বাঁশপেটা', ভাঙচুর-মারধরে তুলকালাম সিউড়ির কেন্দুয়া


এদিকে, রাজুর পরিবারের দাবি, তিনি কোনও রাজনীতিই করতেন না। যদিও এলাকার তৃণমূল (TMC) নেতা সঞ্জয় সিংয়ের দাবি, রাজা ও রাজু আসলে দুই বন্ধু। নিজেদের মধ্যে মশকরায় মশগুল ছিল। তারই মধ্যে আচমকা গুলি চলে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল।


সোমবার গভীর রাতে শ্যামনগর (Shyamnagar) এলাকা থেকে রাজা আনসারিকে  গ্রেফতার করে জগদ্দল থানার পুলিস। আজ, মঙ্গলবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।  ৫ দিনের পুলিসি হেফাজতে চাওয়া হবে রাজাকে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: কয়লাকাণ্ডে আসরে ED, লালা ও ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার একাধিক আস্তানায় তল্লাশি