নিজস্ব প্রতিবেদন:  বড় আকাঙ্খিত বর্ষার একদিনের বৃষ্টিতেই নাজেহাল মালবাজার মহকুমা। সোমবার সকাল থেকে নাগাড়ে বৃষ্টি হয় মালবাজারের বিভিন্ন অংশে। কয়েক ঘন্টার বৃষ্টিতেই জল জমে যায় মালবাজারের দক্ষিণ বিধান পল্লি, চাপাডাঙা, ঘিস বস্তি এলাকায়। জল ঢুকেছে বহু বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সঠিক  নিকাশি ব্যবস্থা না থাকাতেই এই দুর্ভোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আগামী ৩ দিন কলকাতায় অতি ভারী বৃষ্টি, খোলা হল কন্ট্রোলরুম


ধূপগুড়ি পুর ও গ্রামীণ এলাকার বেশ কিছু অংশ জলমগ্ন। বেহালা নিকাশি ব্যবস্থাকে দায়ী করে সার্করোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সকাল দিকে বৃষ্টি হয় মালদা সহ উত্তরবঙ্গের জেলাগুড়িতে। নাগাড়ে বৃষ্টির কথা মাথায় রেখে  প্রতিটি জেলার প্রশাসনকে নিজ নিজ জেলায় নদীর জলস্তরগুলির দিকে নজর রাখতে বলেছে নবান্ন।  আপত্‍কালীন পরিস্থিতি মোকাবিলায় সবরকমের প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।