নিজস্ব প্রতিবেদন:  মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে আরও এক জখমের মৃত্যু। মৃতের নাম জামিল হানিফ। এই নিয়ে মাঝেরহাট কাণ্ডে ৪জনের মৃত্যু হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 গত ৪ সেপ্টেম্বর দুর্ঘটনার দিন বাইক নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন জামিল। দুর্ঘটনায় তাঁর কোমর থেকে পা পর্যন্ত কার্যত অচল হয়ে যায়। দীর্ঘদিন সিএমআরআইতে ভর্তি ছিলেন। তারপর বাড়িতে একেবারে শয্যাশায়ী ছিলেন। তাঁর পরিজনেরা বলছেন, দুর্ঘটনার পর থেকেই প্রচন্ড ট্রমার মধ্যে ছিলেন জামিল। রাতে ঘুমোতে পারতেন না।


আরও পড়ুন: বেহালাবাসীর জন্য স্বস্তি! পুজোর আগেই খুলে যাবে মাঝেরহাট ব্রিজের নীচের রাস্তা


তাড়া করে বেড়াতো ব্রিজ ভেঙে পড়ার দুঃস্বপ্ন। বৃহস্পতিবার রাতে হঠাত্ই তাঁর অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। 


মাঝেরহাট সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪।  এর আগে মুর্শিদাবাদের দুই ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। তাঁদের দেহ উদ্ধার হয় ধ্বংস্তূপের নিচ থেকে। ঘটনার দিনই দুর্ঘটনায় মৃত্যু হয় আরও এক যুবকের।