নিজস্ব প্রতিবেদন: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার এক শ্রমিক। নিখোঁজ আরও একজন। বরাতজোরে রক্ষা পেলেন ২ জন। ঘটনায় শোকের ছায়া দক্ষিণ ২৪ পরগনার রামনগরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে খবর, ওই ৪ শ্রমিকেরই বাড়ি রামনগরের নূরপুর এলাকায়। মুম্বইয়ে একটি জাহাজে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। ১৫ মে ঝড়ের দাপটে মাঝ-সমুদ্রে জাহাজটি উল্টে যায়। দুর্ঘটনার ১০ ঘণ্টা পর সমুদ্র থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় মনিরুল শেখ ও কবিরুল শেখ নামে দু'জনকে। জীবানুল হক মণ্ডল নামে আরও একজনের দেহ পাওয়া গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ নেই মইনুদ্দিন হকেরও।


আরও পড়ুন: রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচারের অভিযোগ, হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা


মুম্বই থেকে ফোনে খবর দেওয়া হয় ওই চার শ্রমিকের বাড়িতেও। ছেলের মৃত্যু সংবাদ পেয়ে কান্না ভেঙে পড়েন জীবানূল হক মণ্ডলের পরিবারের লোকেরা। জানা গিয়েছে, নিখোঁজ মইনুদ্দিন আবার সদ্য বিয়ে করেছেন। তাঁকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের লোকেরা। 


আরও পড়ুন: নারদাকাণ্ডে গ্রেফতার ২ মন্ত্রী ও বিধায়ক, জেলায় জেলায় বিক্ষোভ TMC-র