রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচারের অভিযোগ, হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা

ঘটনার তদন্তে প্রশাসন৷

Updated By: May 16, 2021, 09:45 PM IST
রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচারের অভিযোগ, হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিবেদন: রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচারের অভিযোগ। হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে ফুড ইন্সপেক্টর। পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের বেগুনীয়া গ্রামে উত্তেজনা।  

আরও পড়ুন: নেত্রীর নির্দেশ অমান্য করে Lockdown-এ 'খেলা হবে'-র তালে উল্লাস TMC-র

অভিযোগ, শনিবার রাতের অন্ধকারে ডিলার জয়দেব মুখোপাধ্যায় রেশন সামগ্রী পাচার করছিলেন। সেই সময়ই গ্রামবাসীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। ক্ষোভে রেশন দোকানে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। যদিও পাচারের অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার।

আরও পড়ুন: Caste Certificate পেতে চরম হয়রানি, কাঠগড়ায় মহকুমা শাসকের দফতর

ঘটনার খবর পেয়ে, রবিবার তদন্তে যান মেমারি ২ ব্লকের ফুড ইন্সপেক্টর সুশান্ত সরকার। রেশন ডিলারের গোডাউনে তল্লাশি চালান তিনি। পরে গোটা ঘটনার সত্যতা স্বীকার করেন সুশান্ত সরকার। তিনি জানান, উচ্চতর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে৷ ঘটনাস্থলে যান, মেমারি ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মহম্মদ ইসমাইলও।

.