নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মীদের জন্য বড় নির্দেশ। দলীয় কর্মীদের উদ্দেশে এক বার্তায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-ই ব্যবহার করা যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, বিমল গুরং মামলায় 'সুপ্রিম' জয় রাজ্যের


সামনে ২০১৯-এ পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনে জয়ের ব্যাপারে একশো শতাংশ আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই পঞ্চায়েত নির্বাচনে লড়বে তৃণমূল। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-ই ব্যবহার করা যাবে। অন্য কোনও নেতা বা নেত্রীর মুখ ব্যবহার করা যাবে না।


আরও পড়ুন, অ্যাম্বুল্যান্সে 'ডাক্তার' সেজে এসি মেকানিক! মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর


এই নির্দেশ অমান্য করলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও দলীয় সূত্রে খবর।