West Bengal Loksabha Election 2024: ভোটের মাঝেই ফুল-বদল! বিজেপিতে ভাঙন, তৃণমূলে ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ...
গতবার লোকসভা ভোটে ঝাড়গ্রাম কেন্দ্রটি হাতছাড়া হয়ে গিয়েছিল তৃণমূলের। জিতেছিলেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। কিন্তু এবার টিকিট পাননি তিনি। কেন? ক্ষোভের কথা জানিয়েছিলেন কুনার। এমনকী, দূরত্বও বাড়াচ্ছিলেন দলের সঙ্গে।
সৌরভ চৌধুরী: রাত পোহালেই পঞ্চম দফা। লোকসভা ভোটের মাঝেই ফের বড়সড় ভাঙন বিজেপিতে! তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম।
জঙ্গলমহলে গেরুয়া ঝড়। গতবার লোকসভা ভোটে ঝাড়গ্রাম কেন্দ্রটি হাতছাড়া হয়ে গিয়েছিল তৃণমূলের। জিতেছিলেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। কিন্তু এবার টিকিট পাননি তিনি। কেন? ক্ষোভের কথা জানিয়েছিলেন কুনার। এমনকী, দূরত্বও বাড়াচ্ছিলেন দলের সঙ্গে।
২৫ মে ষষ্ঠ দফা ভোট ঝাড়গ্রামে। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরেও। এদিন তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে ঝাড়গ্রামে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে রোড-শো, তারপর জনসভা। সেই রোড-শোতেই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম।
আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে 'পাগলি' বলে নিশানা ভারত সেবাশ্রমের শাখা সম্পাদকের
এদিকে আগামিকাল, সোমবারই ঝাড়গ্রামে মোদীর সভা। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'দলটা আগেই ছেড়েছে। সময়টা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস তো প্রাক্তন হতে চলেছে, সেজন্য প্রাক্তনদের কাছে টেনে নিচ্ছে'। সঙ্গে হুঁশিয়ারি, 'বিজেপি তো সংগঠিত রাজনৈতিক দল, পরিবারতান্ত্রিক দল নয়, কারও উত্তরাধিকারও থাকে না। পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। পার্টির নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান, মতাদর্শ আছে এবং কর্মসূচি আছে। সেই কর্মসূচিকে সামনে রেখেই আমরা নির্বাচন লড়ছি। ঝাড়গ্রামে গতবার বিজেপি প্রার্থী যে মার্জিনে জয়লাভ করেছিলেন, এবারও তার থেকে বেশি ভোটের ব্যবধানে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী জয়লাভ করবেন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)