প্রসেনজিত্ মালাকার: গত বিধানসভা নির্বাচনে ২মে ভোট পরবর্তী হিংসায় বড় ছেলেকে হারিয়েছেন। এবার পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে গেরুয়া শিবিরের প্রার্থী। এরপরই ক্রমাগত দুষ্কৃতীদের হুমকি। বাধ্য হয়েই ঘর ছাড়লেন ইলামবাজারের গোপালনগরের নিহত গৌরবের বাবা গৌরাঙ্গ সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ঘরের দরজায় এসে হাজির নদী, পাহাড় কাটার বদলা নিতে ফুঁসছে জুরুন্তী


উল্লেখ্য,বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ইলামবাজারে গোপালনগরগ্রামে গৌরব সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী অশান্তির তদন্তভার হাতে পায় সিবিআই। অভিযোগের তির ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।


ওই ঘটনায় ২৮ জনের নামে মামলা করে সিবিআই। তদন্তভার হাতে নিয়ে সিবিআই ২ তৃণমূল বিধায়ককে সহ বাকীদের জেরাও করে। তলব করা হয়েছিল অনুব্রত মন্ডলকেও। তবে ওই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আইনি রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে ইলামবাজারে দলের ব্লক সভাপতি,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রভাবশালী তৃণমূল নেতাকেও জেরা করেছেন তদন্তকারীরা আধিকারিকরা। ওই মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন ২৮ অভিযুক্ত। মামলাটি এখন বিচারাধীন। ওই ঘটনা নিয়ে রাজনীতির জল অনেক দূর গড়িয়েছে।
 
নিহত গৌরবের বাবা গৌরাঙ্গ সরকার বলেন,"ছেলেকে যারা মেরেছে তারা প্রকাশ্যে গ্রামেই ঘুরে বেড়াচ্ছে। সিবিআই তদন্ত করছে কিন্তু তাদের শাস্তি হয়নি। ছেলের মৃত্যু শোকের কারণেই রাজনৈতিক লড়াই শুরু করেছি। তাই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছি। মনোনয়ন আমি প্রত্যাহার করিনি। ভোটে দাঁড়ানোর জন্যই মিথ্যা মামলায় আমাকে এবং আমার ছোট ছেলে সৌরভকে ফাঁসানো হয়েছে। নমিনেশন দেওয়ার সময়েও বিশল ঝামেলা হয়েছিল। তার পরেও হুমকি দেওয়া হচ্ছে। কোনওভাবেই মনোনয়ন তুলব না। আমার ছেলে আগের ভোটে মার্ডার হয়েছে। পুলিসকে জানিয়ে কোনও কাজ হবে না। 


"অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে ইলামবাজারে তৃণমূলের ব্লক সভাপতি ফজলুর রহমান বলেন,"ভোটে দাঁড়ানোর জন্যই মামলায় ফাঁসানো হচ্ছে বিষয়টি সত্য নয়। পুলিস তদন্ত করবে, প্রশাসন দেখবে। বিজেপি প্রার্থীকে হুমকি এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপির কোন অস্তিত্বই নেই। শুধু মানুষকে বিভ্রান্ত করছে বিজেপির ওই প্রার্থী।"


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)