নিজস্ব প্রতিবেদন: মেয়ের প্রতি স্নেহের কাছে হার মানল দল। তৃণমূল প্রার্থী মেয়েকে জিতিয়ে এনে প্রধান করার দাবি জানালেন জলপাইগুড়ি বাহাদুর অঞ্চলের দাপুটে সিপিআই(এম) নেতা সুকুর আলী। ঘটনায় মুখে কুলুপ বাম নেতাদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'বাঘ' মারল বিজেপি!


বিগত ৪০ বছরে এখানে দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। এবারেই প্রথম লাভলি খাতুন জিতলেন ওই এলাকা থেকে। আজ ছিল বিজয় মিছিল। তার আগে ফল ও জুস নিয়ে বাপের বাড়ি হাজির মেয়ে। বাবা ও মাকে ফল খাইয়ে প্রণাম সেরে নিলেন। মেয়ে বাড়ি আসবার পর আবেগ অশ্রু-তে ভাসলেন দাপুটে নেতা। এরপরে দলীয় সমর্থক দের নিয়ে বিজয় মিছিলে মাতলেন লাভলি।


আরও পড়ুন- চুপ চাপ ‘ভুল ছাপ’


সুকুর আলী জানালেন অসুস্থতার কারণে এবার তিনি খুব একটা প্রচারে যেতে পারেননি। তবে যেটুকু প্রচার করেছেন তাতে মেয়েকেই ভোট দেবার কথা বলেছেন। “সারা বাংলায় অশান্তি হলেও আমার এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে”, অকপট সুকুর সাহেব। তবে তৃণমূলে যোগ দেবার ব্যাপারে তিনি বলেন, “এটা নিয়ে ভাবিনি”।


জানুন পশ্চিমবঙ্গ জেলা পরিষদের ফলাফল ২০১৮