চম্পক দত্ত: পঞ্চায়েত ভোটে টিকিট মিলেনি গ্রাম পঞ্চায়েত প্রধানের। প্রধানের অনুগামীদেরও দাবি মতো দেওয়া হয়নি টিকিট। মনোনয়নের শেষ দিনে নির্দল হিসাবে একাধিক গোঁজ প্রার্থীর মনোনয়ন জমা দিল প্রধানের অনুগামীরা। অপরদিকে প্রধানের পক্ষে দলেরই টিকিট পাওয়া ৫টি আসনে নির্দল প্রার্থী খাড়া করেছে অঞ্চল সভাপতি এমনই দাবি খোদ শাসকদলের প্রধানের। টিকিট পাওয়াকে কেন্দ্র করে ভোটের আগে প্রধানের সঙ্গে অঞ্চল সভাপতির দ্বন্দে একে অপরের বিরুদ্ধে একাধিক নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমাকে কেন্দ্র করে জোর জল্পনা চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতে। জানা যায়, ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ২১ টি। তারমধ্যে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান ৫ টি টিকিট পেয়েছেন বলে তিনি জানান। অপরদিকে ওই অঞ্চলের অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়, তিনি নাকি ১৬টি টিকিট পেয়েছেন। এই টিকিট বন্টনকে ঘিরেই ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান ও ভগবন্তপুর-২ অঞ্চলের সভাপতি রামকৃষ্ণ রায়ের মধ্যে বিবাদ প্রকাশ্য আসে শেষ দিনের মনোনয়নে।


আরও পড়ুন: মনোনয়নে অশান্তির পর আমোদপুরে ফের উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা


জানা যায়,পঞ্চায়েত প্রধান ইসমাইল খানের অনুগামীরা ১৫টির উপর নির্দল প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছে। তার অনুগামীদের নির্দল মনোনয়ন জমা দেওয়ার ঘটনা স্বীকার করে নেন ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান।


পাশাপাশি টিকিট বন্টনে যে তিনি অসন্তুষ্ট তা তার বক্তব্যেই স্পষ্ট। একই সঙ্গে দলের বিরুদ্ধে তার কোনও ক্ষোভ নেই বলে প্রধান জানালেও দলেরই স্থানীয় কিছু নেতৃত্বের উপর যে তার ক্ষোভ রয়েছে এবং দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধেও একের পর এক বিস্ফোরক দাবি করেন। ইসমাইল বলেন, ‘আমি আশা করেছিলাম দল আমাকে কোথাও একটা জায়গা করে দেবে। কিন্তু তা হয়নি। পাশাপাশি আমার এলাকা মহেশপুর মুড়াকাটা সংখ্যালঘু। সেখানে ৯ আসন রয়েছে সেখানে অন্তত আমাকে সেই আসনগুলিতে টিকিট দেবে তা হয়নি। মাত্র ৫ টি আসনে টিকিট দেওয়া হয়েছে। এতে আমার যারা অনুগামী বা এই এলাকার দলের পুরানো কর্মী তাদের আমি প্রার্থী করতে পারিনি। ক্ষুব্ধ হয়ে তারা আমার থেকে সরে গিয়ে নির্দল হিসাবে মনোনয়ন জমা দিয়েছে’।


আরও পড়ুন: Train Timings: লেভেল ক্রসিং দিয়ে তৈরি হবে জাতীয় সড়ক, ১ সপ্তাহ ব্যহত ট্রেন চলাচল


এরপরই দলের অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন প্রধান ইসমাইল খাঁন। তিনি বলেন, ‘যাকে দল ১৬টি টিকিট দিল আমার অঞ্চলের সভাপতি রামকৃষ্ণ রায়কে তার অনুগামীরা দলের প্রতীকে টিকিট পাওয়া আমার ৫ টি আসনে নির্দল প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছে’।


যদিও এই বিষয়ে ভগবন্তপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘দল আগেই ঘোষণা করে দিয়েছে নির্দলদের দলে কোনও স্থান নেই। মনোনয়নের শেষ দিনে কে কত নির্দল দিয়েছে জানিনা’। তবে প্রধান ইসমাইল খান ও তার মধ্যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ সম্পর্কে অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘এখানে কোনও গোষ্ঠী নেই। একটাই গোষ্ঠী একটাই দল তা হল তৃণমূল কংগ্রেস। তবে যদি কেউ ক্ষোভ বিক্ষোভ থেকে নির্দল প্রার্থী দিয়ে থাকে সেই ক্ষোভ প্রশমিত করার দায়িত্ব আমার’।


সবে মনোনয়ন পর্ব শেষ হয়েছে এরই মাঝে টিকিট না পাওয়াকে কেন্দ্র করে শাসকদলের নেতা কর্মীদের মধ্যে নির্দল হিসাবে গোঁজ প্রার্থী দেওয়ার ঘটনায় শোরগোল চন্দ্রকোনায়। ভোটে এর কি প্রভাব পড়ে সেটাই দেখার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)