তথাগত চক্রবর্তী: একই বুথে তৃণমূলের একাধিক প্রার্থী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ৷ বিষয়টিকে কটাক্ষ বিরোধীদের ৷ ঘটনাটি ঘটেছে জয়নগর ২ ব্লকের শাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতে৷ এই গ্রাম পঞ্চায়েতের ২০২ নম্বর বুথে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্ণালী গায়েন ও জরিনা গায়েন ৷ দুজনেই দেওয়াল লিখনও শুরু করে দিয়েছেন ৷ এই অবস্থায় অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৄত্ব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জানান, আজ অর্থাৎ সোমবার এই সমস্যা নিয়ে ব্লক নেতৄত্ব বৈঠকে বসবেন ৷ তারা পর্যালোচনা করবেন ৷ আজকের বৈঠকেই কে প্রার্থী হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি ৷ একইসাথে বলেন, এলাকার মানুষ যার সাথে আছে, তাকেই প্রার্থী করা হবে। এমন ইঙ্গিত দেন তিনি ৷ সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি বর্ণালী গায়েন ৷ তিনি শাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান ৷ তাঁর বক্তব্য, যা বলার দলীয় নেতৄত্ব বলবেন ৷ 



যদিও আরেক প্রার্থী জরিনা গায়েনের বক্তব্য, বিধায়কের নির্দেশেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন ৷ কারও কথায় তিনি প্রার্থীপদ প্রত্যাহার করবেন না বলে স্পষ্ট করে দেন ৷ এই অবস্থায় দলীয় নেতৄত্ব বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত নেন সেইদিকেই তাকিয়ে সবাই ৷ বিষয়টিকে নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি মিন্টু হালদার ৷ তিনি বলেন, পঞ্চায়েতের ভাগ বাঁটোয়ারার জন্যই তৃণমূলের এই লড়াই ৷ শাসকদলের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷ 


আরও পড়ুন, Kolkata: কেষ্টপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার মা-মেয়ের জোড়া দেহ, তীব্র চাঞ্চল্য...



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)