বরুণ সেনগুপ্ত: বেলঘড়িয়ায় এক অনুষ্ঠানে রাজ্যপালকে কালা শয়তান বললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যপালকে একের পর এক আক্রমণ করে যাচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের রাজ্যপালকে এবারের আক্রমণটা একটু অন্য ধরনের। রাজ্যপালকে কালা শয়তান বলে সরাসরি আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও কুরুচিকর  মন্তব্য করেন মদন মিত্র।


আরও পড়ুন: Bengal Weather Today: দক্ষিণের বাকি জেলায় বৃষ্টি বুধবার, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা


পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মদন মিত্র বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে ঘর জামাই করে দিন। এখানেই থাকবে। আমাদের লক্ষীর ভান্ডার পাওয়া যাবে না। কারণ সব টাকা কেন্দ্রীয় বাহিনী খেয়ে নেবে। কেন্দ্রীয় বাহিনীদের এত বড় চেহারা। ওরা এত এত মাংস খায়। আস্তো আস্তো মাংস খায়’। এই ভাবেই কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করেন মদন মিত্র।


আরও পড়ুন: Panchayat Election 2023: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েই তৃণমূলে বিজেপি প্রার্থী, কারণ শুনলে তাজ্জব হবেন


রাজ্যপাল প্রসঙ্গেও মদন মিত্র কুরুচিকর মন্তব্য করেন। মদন মিত্র বলেন, ‘রাজ্যপাল ফিরে যাওয়ার টিকিট কেটে রাখুন। কারণ এত ভিড় হবে প্লেনের টিকিট পাবেন না। ধনকড় গ্যাস দিয়ে এখান থেকে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। ওই রাস্তা দেখে রাজ্যপাল ভাবছে আমিও চান্স নিয়েনি, কিন্তু হবে না’।


তিনি আরও বলেন, ‘রাজ্যপালের নামের আগে সি ভি আনন্দ বোস লেখা আছে মানে উনি সিভি রমন বা সুভাষচন্দ্র বোস নন। রাজ্যপালকে অনেকটা বিড়ি খেয়ে উল্টানো রজনীকান্তের মতো লাগে। রাজ্যপাল বলেছেন বাংলায় শয়তানের খেলা শেষ করবেন। রাজ্যপাল আপনি আগে নিজের চেহারাটা দেখুন। আপনি নিজে একটা কালা শয়তান’। রাজ্যপালকে এমনই কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)