প্রসেনজিত্ মালাকার: গোরু পাচারকাণ্ডে অনুব্রত জেলে যেতেই বীরভূমে চাগাড় দিয়ে উঠেছিল শাসকদলে অসন্তোষ।  সেই সমস্যা মেটানোর চেষ্টা করে চলেছে দল। জেলার নেতৃত্বের সামনের সারিতে চলে এসেছেন পুরনো নেতা কাজল সেখ। তার মধ্যেই এবার পঞ্চায়েতে ভোটগ্রহণের আগেই অনুব্রতহীন বীরভূমে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে হাজারেরও বেশি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও  পড়ুন-'মেয়েকে সাবধান করে দাও'; এল হুমকি চিঠি, সিপিএম প্রার্থীর বাড়ির সামনে পরপর ফাটল বোমা 


এতদিন অনুব্রতর নজরদারিতেই ভোট হতো বীরভূমে। তিনি এখন তিহাড়ে। তার অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূলের এই ফলে কিছু হলেও অবার জেলা রাজনৈতিক মহল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ১০১৯ আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েতের ৮৯১, পঞ্চায়েত সমিতির  ১২৭ ও জেলা পরিষদের ১ আসনে জয়লাভ করেছে ঘাসফুল শিবির। 


গত পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। এছাড়াও অধিকাংশ গ্রাম পঞ্চায়েত আসলেই তৃণমূল জয় তুলে নিয়েছিল। শতাংশের হিসেবে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলায় প্রায় ৯৩% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। এবারের পঞ্চায়েত নির্বাচনে ২০১৮ থেকে তৃণমূল কংগ্রেসের পরিসংখ্যান খুব ভালো না হলেও যে প্রভাব তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলায় দেখা গেল, তাও যে কার্যত হতবাক করার মতন এমনটা বলা যায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)