নিজস্ব প্রতিবেদন: নাকা চেকিংয়ের সময়ে গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে পড়ল বিপুল পরিমাণ গাঁজা।  ধৃত ২ জনকে জেরা করতেই বেরিয়ে এল পাচারকারীদের একজন আবার উপপ্রধানের ছেলে। শনিবার রাতে ওই গাঁজা ধরা পড়ে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘীতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাগারাগি করলে চলবে না; তৃণমূলকে কেন ভোট দেবেন বাড়ি বাড়ি গিয়ে বোঝান, কর্মীদের নির্দেশ অনুব্রতর


এদিন দেওয়ান দিঘীর কুড়ুমুন মোড়ে নাকা চেকিং চলছিল। একটি চারচাকা গাড়ি আসতে দেখে তাকে আটকায় পুলিস। গাড়িতে তল্লাশি চালাতেই পুলিস থ। চারদিকে যখন করোন আতঙ্কে মানুষ জেরবার তখন ওই গাড়িতে পাচার করা হচ্ছে গাঁজা!  গাড়ি থেকে মোটা সাড়ে এগারো কেজি গাঁজা উদ্ধার করে পুলিস।


আরও পড়ুন-ফের রেকর্ড! রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত ৫৭২ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭, ২৮৩


ধৃত ২ জনকে জেরা করতে আরও অবাক পুলিস। এদের একজনের নাম জাহাঙ্গীর আলম। বাড়ি কোচবিহারের দিনহাটায়। অপর যুবক লিয়াকত আলি সেখের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গীধগ্রামে। লিয়াকতের বাবা মঙ্গলকোটের গীধগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।


ধৃতদের রবিবার  বর্ধমান আদালতে তোলা হয়। কোথায় ওই বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল, আর কারা এর সঙ্গে জড়িত, কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।