Cooperative Election: সমবায় নির্বাচনে ফের জয় বামেদের, জোর ধাক্কা খেল তৃণমূল
বাম-কংগ্রসে জোট নয়। পাঁশকুড়ায় সমবায় ভোটে এবার ভোটে এককভাবে জিতল সিপিএম। খাতা খুলতে পারল না বিজেপি।
কিরণ মান্না: পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে বামেদের জয় অব্যাহত। ৯ আসনের মধ্যেই ৫টি জিতলেন সিপিএম প্রার্থীরা! ৪ আসন গেল তৃণমূলের দখলে। খাতাই খুলতে পারল না বিজেপি। হলদিয়ার পর এবার পাঁশকুড়া।
বাম-কংগ্রসে জোট নয়। পাঁশকুড়ার যশোড়া কো-অপারেটিভ সোসাইটির ভোটে এককভাবে জিতল সিপিএম। যা আগে হয়নি কখনও। এই জয় পঞ্চায়েত ভোটে বাড়তি অক্সিজেন জোগাবেন, আশা সিপিএম নেতৃত্বের।
পাঁশকুড়ার যশোড়া কো-অপারেটিভ সোসাইটির আসনসংখ্যা ৯। সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল সিপিএম। ৪ আসনে প্রার্থী ছিল বিজেপিরও। ফল ঘোষণা এদিন। ৫ আসনেই জিতেছেন সিপিএম প্রার্থীরা। তৃণমূল ৪, আর বিজেপি শূন্য।
আরও পড়ুন: Mamata Banerjee: এপ্রিলেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মমতা
এর আগে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, মহিষাদল, এগরা সমবায় নির্বাচনে জিতেছে বাম-কংগ্রস জোট। এমনকী, হলদিয়া বন্দর পরিচালন কমিটিতেও ক্ষমতা ধরে রেখেছে সিটু।