কিরণ মান্না: পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে বামেদের জয় অব্যাহত। ৯ আসনের মধ্যেই ৫টি জিতলেন সিপিএম প্রার্থীরা! ৪ আসন গেল তৃণমূলের দখলে। খাতাই খুলতে পারল না বিজেপি। হলদিয়ার পর এবার পাঁশকুড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাম-কংগ্রসে জোট নয়। পাঁশকুড়ার যশোড়া কো-অপারেটিভ সোসাইটির ভোটে এককভাবে জিতল সিপিএম। যা আগে হয়নি কখনও। এই জয় পঞ্চায়েত ভোটে বাড়তি অক্সিজেন জোগাবেন, আশা সিপিএম নেতৃত্বের।


পাঁশকুড়ার  যশোড়া কো-অপারেটিভ সোসাইটির আসনসংখ্যা ৯। সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল সিপিএম। ৪ আসনে প্রার্থী ছিল বিজেপিরও। ফল ঘোষণা এদিন। ৫ আসনেই জিতেছেন সিপিএম প্রার্থীরা। তৃণমূল ৪, আর বিজেপি শূন্য।


আরও পড়ুন: Mamata Banerjee: এপ্রিলেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মমতা


এর আগে, পূর্ব মেদিনীপুরের  নন্দকুমার, মহিষাদল, এগরা সমবায় নির্বাচনে জিতেছে বাম-কংগ্রস জোট। এমনকী, হলদিয়া বন্দর পরিচালন কমিটিতেও ক্ষমতা ধরে রেখেছে সিটু। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)