নিজস্ব প্রতিবেদন: শিশুকন্যাকে খুনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে।  উত্তর ২৪ পরগনার বাগদা এলাকার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মালদহে পৌঁছলেন অমিত শাহ, কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন


পরিবার সূত্রে জানা গিয়েছে,   সিন্দ্রানী এলাকার বাসিন্দা মনি কুমার  বিশ্বাসের  স্ত্রী রানি ১৩ দিন আগে এক কন্যাসন্তানের জন্ম দেন।  প্রতিবেশীদের অভিযোগ, কন্যা সন্তান হওয়ায় প্রথম থেকেই খুশি ছিলেন না তাঁরা।  শিশুকন্যাকে সঙ্গে না রাখার সিদ্ধান্তটা আগেই নিয়ে ফেলেছিলেন তাঁরা। কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেছিলেন। কিন্তু এলাকার আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের তত্পরতায় তাঁরা তা করতে পারেননি।


আরও পড়ুন: মুখ ফসকে বেরিয়ে গেল বেফাঁস কথা! ব্রিগেডে মমতাকে অস্বস্তিতে ফেললেন একমাত্র এই হেভিওয়েট নেতা


মঙ্গলবার সকাল থেকেও ওই দম্পতির বাড়ির দরজা জানলা বন্ধ ছিল। সকাল থেকেই বাড়ির বাইরে বেরোননি কেউ। বেলার দিকে বেরিয়ে মনিকুমার জানান, তাঁদের সন্তানের  মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জিজ্ঞাসা করতেই তাঁদের কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ প্রতিবেশীদের।  এরপরই তাঁরা বাগদা থানায় খবর দেন। পুলিস গিয়ে ওই দম্পতিকে আটক করেছে। শিশুটির  দেহ  ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।