Paresh Adhikari, SSC: আদালতের রায়ে চাকরি খুইয়েছেন মন্ত্রীকন্যা, কী বলছে স্কুল কর্তৃপক্ষ?
বেশিরভাগ বাসিন্দাই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তবে কানাঘুঁষো অনেকেই বলছেন, `অঙ্কিতা ছোট থেকেই ভাল ছাত্রী। তবে যদি কোন অন্যায়ের সঙ্গে জড়িয়ে থাকে, তবে ঠিক করেননি।`
নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টের রায়ে চাকরি খুইয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা। মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী শিক্ষিকা অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করেছে আদালত এবং তাঁকে বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জে।
বেশিরভাগ বাসিন্দাই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তবে কানাঘুঁষো অনেকেই বলছেন, "অঙ্কিতা ছোট থেকেই ভাল ছাত্রী। তবে যদি কোন অন্যায়ের সঙ্গে জড়িয়ে থাকে, তবে ঠিক করেননি।" ২০১৮ সাল মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে যোগ দেন পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারী। ঘটনাচক্রে ওই স্কুলেই পড়াশোনা করেতেন তিনি। সেই স্কুলে শুক্রবার গিয়ে দেখা যায়, মূল ফটক খোলা থাকলেও, স্কুল চত্বর শুনশান। গুটিকয়েক পড়ুয়া এসেছে কন্যাশ্রী প্রকল্পে আবেদনের জন্য। কিন্তু দেখা মেলেনি কোনও কর্মীর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া জানান, গরমের ছুটি চলছে, তাই স্কুল বন্ধ। তিনি জানান, এখনও রায়ের বিষয়ে কিছু জানেন না। একই কথা জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরিও। তবে পরেশ অধিকারীর পরিবারের কারও প্রতিক্রিয়া মেলেনি।