নিজস্ব প্রতিবেদন: ঝুঁকির সম্পূর্ণ বাইরে পরিবহ। আগামী সপ্তাহের শুরুতেই ছুটি মিলবে হাসপাতাল থেকে। শনিবার এমনটাই জানাল মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শনিবার দুপুরে হাসপাতালের পক্ষে চিকিত্সক প্রেসনজিত্ বর্ধন রায় জানান, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে পরিবহ। তাঁর মাথার ক্ষত সেরে উঠছে। তিনি স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন। কথাও বলছেন স্বাভাবিক ভাবে। 


হাসপাতালের তরফে জানানো হয়, পরিবহর ক্ষত সুস্থ আছে। দ্রুত সেরে উঠছেন তিনি। ঘটনার অভিঘাত কাটিয়ে উঠেছেন পরিবহ। আগামী সপ্তাহের শুরুতেই তাঁর ক্ষতের সেলাই কাটা হবে। তার পর ছুটি মিলবে হাসপাতাল থেকে। 


জুনিয়রদের পাশে থেকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন না ৫ সিনিয়র ডাক্তারও


গত ১০ জুন রাতে এনআরএস মেডিক্যাল কলেজে কর্তব্যরত জুনিয়র চিকিত্সক পরিবহ মুখোপাধ্যায়ের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। এক রোগীর মৃত্যুর পর লরিতে করে এসে হাসপাতালের ভিতরেই চরম নিগ্রহ করা হয় তাঁকে। দুষ্কৃতীদের মারে পরিবহর খুলির হাড় ভাঙে। তার পর তাঁকে দ্রুত ভর্তি করা হয় ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস-এ।