নিজস্ব প্রতিবেদন: প্রতিবাদের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন বুদ্ধিজীবীদের একাংশ। বিদায়ের আগে এভাবেই তাঁদের সমালোচনা করে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শনিবার জ়ি ২৪ ঘণ্টার সহযোগী আন্তর্জাতিক চ্যালেন WION-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একথা বলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুদ্ধিজীবীদের একাংশের হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠার সমালোচনা করেন বিদায়ী রাজ্যপাল। বলেন, 'একটি নির্দিষ্ট সম্প্রদায় আক্রান্ত হলেই এরা সরব হন। অন্যরা আক্রান্ত হলে এদের মন্তব্য শোনা যায় না কেন? প্রতিবাদের নামে প্রতারণা করেন এরা। ভারত ১২৫ কোটির দেশে। তার মধ্যে বছরে ৪-৫টা গণপিটুনির ঘটনা ঘটে। সেগুলোকেও সমর্থন করার প্রশ্ন ওঠে না। কিন্তু সেজন্য কি গোটা বিশ্বের সামনে দেশের মাথা হেঁট করা যায়? 


বেশ কিছু জায়গায় হিংসা ছড়াচ্ছে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা, NRC হলে ভাল হবে রাজ্যের: কেশরীনাথ


রাজ্যপাল বলেন, পরিকল্পিতভাবে বিশ্বের সামনে এরা দেশকে ছোট করেন। এই ধরণের মানুষরা একজোটও হয়ে যান সহজেই।