নিজস্ব প্রতিবেদন: সমান কাজ করলে স্থায়ী শিক্ষকের মতোই সমান মূল বেতন পাবেন আংশিক সময়ের শিক্ষকরাও। রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বর্ধমানের খানদ্রা হাইস্কুলের আংশিক সময়ের শিক্ষক অনির্বাণ ঘোষ ও  বিটরা হাইস্কুলের আংশিক সময়ের শিক্ষক বরুণকুমার ঘোষ শিক্ষা ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের দাবিতে মামলা করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মামলায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আংশিক সময়ের শিক্ষক কিম্বা চুক্তিতে নিযুক্ত শিক্ষক, যদি স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকদের মতো একই ধরনের দায়িত্ব নেন বা কাজ করেন, তা হলে তিনি স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকদের মতো ন্যূনতম মূল বেতন দাবি করতে পারেন। 


একইসঙ্গে মামলাকারী দুই আংশিক সময়ের শিক্ষকের বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে এক্ষেত্রেও একটি কিন্তু আছে। কারণ দু হাজার দশ সালে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ী শিক্ষকদের সমান ক্লাস নিতে হবে। এরপরেই সমবেতনের দাবিতে মামলা। পরে দু হাজার তেরো নাগাদ সরকার বিজ্ঞপ্তিটি তুলে নেয়। অর্থাত্‍ সম কাজের দাবিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে।