ওয়েব ডেস্ক: অবশেষে মুকুল রায়কে নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, মুকুলের গতিবিধির ওপর নজর রাখছে দল। পার্থর কথায় মুকুল - তৃণমূলের ফাটল আরও স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা নজর রাখছি। দেখছি উনি কী করছেন। কেন বার বার দিল্লি যাচ্ছেন। দলের জাতীয় কর্মসমিতির কোনও সদস্য ইঙ্গিবাহী মন্তব্য করলে তো তাঁকে তো নজরে রাখতে হবেই।


আরও পড়ুন - পুলিসের অনুমতি ছাড়া একাদশীর দিন বিসর্জন নয়, সিদ্ধান্ত নবান্নের বৈঠকে


তৃণমূলে অবশ্য মুকুল বিদায় পর্ব চলছে গত কয়েকমাস ধরেই। একে একে দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়েছে তাঁকে। সরানো হয়েছে সংসদীয় কমিটি থেকে। দিন কয়েক আগে রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তাও ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুকুল রায়। এর পরই একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, তৃণমূলে যে তিনি থাকছেন না তা স্পষ্ট করে দিয়েছেন মুকুল।