প্রদ্যুত্ দাস: অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর দলের স্পষ্ট বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানুষের সঙ্গেই রয়েছে দল। দুর্নীতির সঙ্গে নয়। বৃহস্পতিবার জলপাইগুড়িতে একই কথা শোনা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। অনুব্রত মণ্ডলের গ্রেফতার নিয়ে আজ তাঁকে প্রশ্ন করা হলে কল্য়াণ বলেন, 'অনুব্রতর গ্রেফতার নিয়ে দল আগেই বলে দিয়েছে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। কেউ কোনও দুর্নীতি করলে দল তার কোনও দায় দায়িত্ব নেবে না। অনুব্রতর ব্যপারে কী সব মামলা হওয়ার কথা ছিল। সে তো মলয় ঘটক নিজে দায়িত্ব নিয়েছিলেন। এনিয়ে আইন মন্ত্রীই বলতে পারবেন।' পার্থর পর অনুব্রতর গ্রেফতারে দলের কী কোনও সমস্যা হবে? কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, গোটা বিষয়টি বিচারাধীন। বেশি কিছু বলা যায় না। আইন আইনের পথেই চলবে। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপরে মানুষের আস্থা রয়েছে। মানুষ মনে করে একমাত্র মমতাই পারেন বাংলার হাল ধরতে। উনি সততার সঙ্গে কাজ করবেন এবং উনি মানুষের জন্য কাজ করবেন। এটাই মানুষের ভরসা। তৃণমূলে যদি ভরসার কথা বলেন তাহলে একটাই ভরসা। তিনি হলেন মতা বন্দ্যোপাধ্য়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Anubrata Mondal: অনুব্রতর ১০ দিনের সিবিআই হেফাজত, কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আদালতের


অনুব্রত আটক হওয়ার পরই রাস্তায় নেমে পড়েছে বিরোধীরা। রাজ্যের জায়গায় কোথাও গুড়-বাতাসা, কোথাও মানুষজনকে নকুল দানা খাইয়ে চলছে বিজেপি-সিপিএম কর্মীদের উল্লাস। কোথাও বাজছে ঢাক। সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। এভাবে বিরোধীদের ময়দানে নেমে পড়া নিয়ে কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, সে ওরা নামুক। মার্কেটে ওদের লোকজন নেই। মানুষের পাশে থাকতে হয়। মানুষের কাজ করতে হয়। এসব করে কিছু হবে না।


উল্লেখ্য, সকাল দশটা নাগাদ বেলপুরে অনুব্রতর বাড়িতে হাজির হয় সিবিআইয়ের একটি টিম। সেখানে ঘণ্টাখানের জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় আসানসোলে। সেখানে তাঁকে আদালতে তোলা হল বিচারক তাঁকে ১০ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন। অনুব্রতর শারীরিক সমস্যা নিয়ে একটা উদ্বেগ রয়েইছে সিবিআইয়ের। এমনিতেই শ্বাসপ্রশ্বাস জনিত তাঁর একটি সমস্যা রয়েছে। সেকথা মাথায় রেখে অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় করে রাখে সিবিআই। পরে তাঁকে আসানসোল থেকে কলকাতায় আনা হচ্ছে তৃণমূল নেতাকে। তাঁর জন্য ইতিমধ্যেই একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আজ আদালতে অনুব্রত বলেন তাঁর শ্বাসকষ্ট আছে, ব্লকেজ রয়েছে, বুকে ব্যথা, কিডনির সমস্যা রয়েছে। পাশাপাশি পা ফুলে যাচ্ছে, প্রেসার খুব বেশি, ফিসচুলা রয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)