নিজস্ব প্রতিবেদন: দলে থেকে ব্যক্তি বড় নয়। কার্যত সিপিএমের ভাষাতেই শোভনের দলত্যাগকে ব্যাখ্যা করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একই সঙ্গে শোভনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন সুব্রতবাবু বলেন, 'দলের থেকে ব্যক্তি বড় নয়। নেতাজি, চিত্তরঞ্জন কংগ্রেস ছেড়েছিলেন। তাতে কংগ্রেসের কোনও ক্ষতিবৃদ্ধি হয়নি। দল দলের মতো চলবে। ঈশ্বর ওর মঙ্গল করুক।' 


একই সঙ্গে দেবশ্রী রায়ের পরিণতি নিয়ে আক্ষেপ করেন সুব্রতবাবু। তিনি বলেন, 'ও এদিকে না ওদিকে কিছু বোঝা যাচ্ছে না। ওর সঙ্গে দেখা হলে খারাপ লাগবে।' 


শোভন গেলেও আমরা কেউ মমতাকে ছেড়ে যাব না: পার্থ চট্টোপাধ্যায়


বুধবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বিজেপিতে যোগ দেন তাঁর বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবশ্রী রায় সেই সময় দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হলেও তিনি দলবদল করেননি। সূত্রের খবর, দেবশ্রী বিজেপিতে যোগ দিলে তিনি যোগ দেবেন না বলে বেঁকে বসেন শোভন। তার পরই দেবশ্রীকে নিরস্ত করেন বিজেপি নেতারা। রায়দিঘির তৃণমূল বিধায়ককে বিজেপি পার্টি অফিসে দেখে অবাক হয়ে যান দলের নেতারাও।