চম্পক দত্ত: শ্রমিকদের কষ্টের উপার্জনের টাকা দিতে হচ্ছে তৃণমূল নেতাদের। শ্রমিক সংগঠন চালানোর জন্য টাকা এমনই দাবি শ্রমিক সংগঠন নেতার, ঘটনায় শোরগোল। আর সেই টাকা না দেওয়ার জন্য কোল্ড-স্টোরে নোটিস দিল ব্লক তৃণমূলের সভাপতি। ঘটনায় বিজেপির দাবি, শ্রমিকদের পাশে দাঁড়ানো জন্য নয়, কাটমানির জন্য এই নোটিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Prasun Banerjee: কে অর্জুন কে কৃষ্ণ! দলীয় প্রার্থীকে কটাক্ষ তৃণমূল বিধায়কেরই...


পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের রয়েছে ১৫ টি কোল্ড স্টোর। এই সময় কোল্ড স্টোরে চলছে আলু মজুত। সেই জন্য প্রতিনিয়ত কোল্ড স্টোরে আলু লোড ও আনলোডের জন্য প্রচুর শ্রমিক কাজ করে। আর চলতি সময়ে সেই শ্রমিকদেরই মাথাপিছু নাকি ১০০ টাকা করে দিতে হবে। এছাড়াও বিভিন্ন সময় নানা অছিলায় নেওয়া হচ্ছে টাকা এমনই অভিযোগ শ্রমিকদের। এই টাকা দিতেই হবে। এমনই দাবি করা হয়েছে ব্লক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। 


এ বিষয়ে কোল্ডস্টোরে শ্রমিকদের দাবি, এক কথায় তাদের কাছ থেকে জোর করেই এই টাকা নেওয়া হচ্ছে বিভিন্নভাবে। সেই টাকা নেওয়া হচ্ছে ব্লক আইএনটিটিইউসির পক্ষ থেকে। এই নিয়ে ব্লক সভাপতি একটি নির্দেশিকা জারি করেছেন যে টাকা নেওয়া যাবে না। ঘটনায় টাকা নেওয়া তৃণমূল নেতাদের হুঁশিয়ারী ব্লক তৃণমূলের সভাপতি হীরালাল ঘোষের। তার দাবি, কোনও মতেই টাকা নেওয়া যাবে না। 


আর আইএনটিইউসির-এর ব্লক তৃণমূলের সভাপতি অনুপম ঘোষ(পিন্টু), পাল্টা ব্লক তৃণমূলের সভাপতিকে তীব্রভাবে কটাক্ষ করেছে। ঘটনায় তৃণমূলকে কাটমানি প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুদীপ কুশারী।



আরও পড়ুন, Malbazar: ঘন অন্ধকার, হঠাৎই সামনে কালো পাহাড়ের মতো দাঁতাল...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)