নিজস্ব প্রতিবেদন: সরকারি স্কুলে লটারিতে ভর্তির পদ্ধতি তুলে দেওয়ার ভাবনা রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে আলোচনা শিক্ষামন্ত্রীর। চলছে মেধার ভিত্তিতে ভর্তির ভাবনাচিন্তা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘নামী স্কুলে লটারিতে ভর্তি নিয়ে সমস্যা হচ্ছে। লটারির ফলে ভালো স্কুলের মান পড়ছে বলে অভিযোগ।’সেক্ষেত্রেই স্কুলে পাশ-ফেল প্রথা ফেরানোর চিন্তা করছে রাজ্য সরকার।


আরও পড়ুন: লড়াই সার্থক! অবশেষে কাটল মেডিক্যাল জট


বর্তমানে লটারির ভিত্তিতে স্কুলে ভর্তি নেওয়া হয়। সেক্ষেত্রে একাধিক নামী স্কুলের তরফে অভিযোগ, পাশ-ফেল প্রথা উঠে যাওয়ার ফলে স্কুলের মান পড়ে যাচ্ছে। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায় সে প্রসঙ্গ উঠে আসে।


আরও পড়ুন: বিছানায় মিলল বাবা-মায়ের রক্তাক্ত দেহ, পাশে ঘুমাচ্ছে ২ সন্তান


শিক্ষামন্ত্রী বলেন, ‘‘স্কুলে পাশ-ফেল প্রথা নিয়ে শিক্ষাবিদদের মতামত নিয়েছে রাজ্য সরকার। একাধিক প্রস্তাব আমাদের কাছে জমা পড়েছে। একটা এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে।’’কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত বিবেচনা করবেন।