নিজস্ব প্রতিবেদন: ট্রেন লেট করা নিয়ে দক্ষযজ্ঞ। বিক্ষোভ-অবরোধে উত্তাল গুসকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বভারতী প্যাসেঞ্জার নিয়মিত লেট করায় ক্ষোভে ফেটে পড়লেন ‌যাত্রীরা। লাইনে স্লিপার ফেলে গুসকরা স্টেশনে অবরোধ করে রেল চলাচল স্তব্ধ করে দিলেন তাঁরা। বুধবার সকালে গুসকরা স্টেশনে রেল অবরোধ করেন ‌যাত্রীরা। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বেশ কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন। আটকে পড়ে ডাউন বিশ্বভারতী, আপ গণদেবতা এক্সপ্রেস। রেল গেট পড়ে থাকায় অবরুদ্ধ হয়ে ‌যায় মানকড়-গুসরকা রোড। চূড়ান্ত দুর্ভোগে পড়ে ‌যাত্রীরা।


নিত্য‌যাত্রীদের অভি‌যোগ, বেশ কয়েক মাস ধরেই নিয়মিত দেরিতে আসছে ডাউন বিশ্বভারতী প্যাসেঞ্জার। আজও ৪০ মিনিট দেরিতে গুসরকরায় ট্রেনটি ঢোকে বলে তাদের অভি‌যোগ। এতে ধৈ‌র্যচ্যুতি হয় ‌যাত্রীদের। ফলে থারা রেলগেটের কাছে পড়ে থাকা স্লিপার লাইনে ফেলে অবরোধ শুরু করেন।


প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে অবরোধ। এর ফলে উত্তরবঙ্গের একাধিক ট্রেন ভেদিয়া, পিচকুড়ি সহ বিভিন্ন টেশনে আটকে পড়ে। দাঁড়িয়ে ‌যায় আপ গণদেবতা এক্সপ্রেস। ভেদিয়াতে ডাউন কাঞ্চনকন্যা ছাড়াও বোলপুরে ডাউন পদাতিক এক্সপ্রেস, কোপাইতে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। অবরোধের জেরে আটেক যায় ডাউন রামপুরহাট ও আজিমগঞ্জ এক্সপ্রেসও। শেষপর্যন্ত ট্রেন লেট ইস্যুতে যথাযথ ব্যবস্থার আশ্বাসে অবরোধ ওঠে।


আরও পড়ুন-মহানগরে ‌ফের খুল্লমখুল্লা গুলি, এন্টালিতে গুলিবিদ্ধ ১