নিজস্ব প্রতিবেদন : ডাক্তারের ধর্ম রোগীর সেবা, শুশ্রূষা করা। কিন্তু সেই ডাক্তারের হাতেই প্রহৃত হলেন রোগিনী। ঘটনাটি ঘটেছে মালদায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, রতুয়ার চাঁদমুনির বাসিন্দা সফিকুল শেখ তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে রক্ত পরীক্ষার জন্য মালদা মেডিক্যাল কলেজে আসছিলেন। মালদা মেডিক্যাল কলেজে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড থেকে রিকশা ধরেন তাঁরা। অভিযোগ, তাঁরা রক্তপরীক্ষার জন্য মালদা মেডিক্যালে যাচ্ছেন শুনেই ওই রিকশাচালকই স্থানীয় একটি পরীক্ষাগারে নিয়ে যান সফিকুল ও তাঁর স্ত্রীকে।


আরও পড়ুন, বারুইপুরে ছাত্রীকে বিবস্ত্র করে, গায়ে বিয়ার ঢেলে যৌন নির্যাতনের চেষ্টা


অভিযোগ, ওই পরীক্ষাগারে রক্ত পরীক্ষার জন্য বিপুল টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকার করলেই সফিকুল ও তাঁর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন ওই ল্যাবের চিকিত্সক জি পাল। এরপরই একটি ঘরে আটকে রেখে তাঁদেরকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন, সিকিমে খাদে উল্টে গেল গাড়ি, দুর্ঘটনার কবলে কাঁকিনাড়ার একদল পর্যটক


সফিকুল ও তাঁর স্ত্রীর চিত্কারে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আক্রান্তদের উদ্ধার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয়দের অভিযোগ, বেসরকারি এই ল্যাবগুলির সঙ্গে 'বোঝাপড়া' থাকে স্থানীয় রিকশাচালক ও টোটোচালকদের। রোগীদের জোর করেই বিভিন্ন ল্যাবে নিয়ে যায় তাঁরা।