নিজস্ব সংবাদদাতা: হাসপাতাল বলেছে, রোগী নিরুদ্দেশ। কিন্তু খোদ হাসপাতাল থেকেই মিলছে দেহ! তাও আবার দু’দিন পরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। শনিবার প্রকাশ রাই নামে এক ব্যক্তি দুর্ঘটনার আহত হন। সেই দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করেন আত্মীয়রা। রবিবার সকাল পর্যন্ত প্রকাশ হাসপাতালের বেডেই ছিলেন। বিকেলে আত্মীয়রা হাসপাতালে এসে দেখেন, রোগী বেডে নেই। কর্তব্যরত নার্সরা জানান, রোগী তাঁদের কোন কিছু না জানিয়ে হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন। এরপর রোগীর পরিজন খোঁজ শুরু করেন। কোথাও প্রকাশের খোঁজ না মেলায় ফের মঙ্গলবার সকালে হাসপাতালে যান তাঁরা। প্রকাশের ব্যপারে জানতে চাইলে হাসপাতালের তরফে জানানো হয়, থানায় নিখোঁজ ডায়েরি করেছে তারা।



আরও পড়ুন- ডেঙ্গি নিয়ে কোনও তথ্য লুকাচ্ছে না রাজ্য সরকার, দাবি নবান্নের


ইতিমধ্যেই হাসপাতাল করিডরে দু'দিন ধরে পড়ে থাকা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সেখানে পৌঁছে প্রকাশের পরিজনরা দেখেন, দেহটি প্রকাশেরই। এর পর উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।


আরও পড়ুন- জিটিএ-র লেনদেনে ব্যাঙ্কের মাধ্যমে করা বাধ্যতামূলক করল নবান্ন


যদিও পুলিসের দাবি, কোনও নিরুদ্দেশ সংক্রান্ত  অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেকে কাঠগড়ায় তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনরা। ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কীভাবে ওয়ার্ড থেকে নার্সের চোখ এড়িয়ে রোগী বাইরে বেরিয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছে প্রকাশের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিস।