মনোজ মণ্ডল: প্রাণ হাতে করেই বাংলাদেশে যাওয়া ভারতীয় নাগরিকরা ফিরছেন দেশে। পাশাপাশি বহু হিন্দুও বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে কিছুদিনের জন্য হলেও আশ্রয় নিতে বেছে নিচ্ছেন প্রতিবেশী দেশ  ভারতকেই। সংখ্যালঘুদের বাংলাদেশে খাদ্যদ্রব্য থেকে অতি প্রয়োজনীয় ওষুধদের ক্ষেত্রেও চরম সমস্যা সম্মুখীন হতে হচ্ছে বলেই জানালেন ভারতে পা রাখা যাত্রীরা। অত্যাচারের থেকে বাদ যাচ্ছেন না হিন্দু ধর্মপ্রচারকরাও জানালেন এক মতুয়াভক্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বদলের বাংলাদেশে আলোচিত গ্রেনেড হামলা! খালাস সকল আসামি...


রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার হতে হয়েছে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। তারপর থেকেই ধীরে ধীরে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। পেট্রাপোল সীমান্তে আসা যাত্রীদের থেকে জানা যায়, প্রতিবেশী দেশে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে নির্বিচারে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনরকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না ইউনুস সরকারকে। ফলে ভারত থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা যেমন দ্রুত প্রাণ বাঁচিয়ে ফিরছেন দেশে, পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও হিন্দুরা নিজেদের প্রাণ বাঁচাতেই চালাচ্ছেন কঠোর লড়াই। জানালেন ভারত থেকে বাংলাদেশের গোপালগঞ্জে গুরুবাড়িতে যাওয়া এক মতুয়াভক্ত গোলক বিশ্বাস। চোখে মুখে আতঙ্ক নিয়েই এদিন পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে আসেন তিনি।


গোলক বিশ্বাস বলেন, ভয়ে নিজের প্রাণ বাঁচাতেই দিন কয়েক এর মধ্যেই কোন রকমে ফিরলেন নিজের দেশে। অপরদিকে, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা স্বপন পাল ভারতে এসে জানালেন, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সেক্ষেত্রে তাদের জন্মভূমি ছেড়ে তারা আর কোথায় যাবেন! ভারতে আসতে চাইলেই তো আর সরকার আসতে দেবে না, বলেই আক্ষেপের সুর বাংলাদেশে এই নাগরিকের গলায়। ফলে অত্যাচার সহ্য করে, সে দেশের মাটি কামড়ে পড়ে থাকে বাঁচার লড়াই চালাচ্ছেন সংখ্যালঘু, হিন্দু সন্ন্যাসীরা।


পেট্রাপোল সীমান্তে বৌদ্ধ সন্ন্যাসীদের মুখ থেকেও শোনা গেল প্রতিবেশী বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কথা। তবে বিশ্ব শান্তির উদ্দেশ্যে বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত একটি পরিব্রাজক সভায় যোগ দেওয়ার জন্য এদিন তারা চট্টগ্রাম থেকে ভারতে আসেন বলেই জানান। ভারত বাংলাদেশের সম্পর্ক-সহ নানা বিষয়ে এদিন নিজেদের মত ব্যক্ত করেন এই সন্ন্যাসীরা। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রাণ বাঁচাতে অত্যাচারিত হিন্দু সংখ্যালঘুরা যে কোন সময় ভারতে প্রবেশের চেষ্টা চালাতে পারেন। সেই জায়গা থেকে সীমান্ত এলাকা গুলির নিরাপত্তা করা হয়েছে আরও জোরদার। বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য বলেই জানা গিয়েছে। প্রতিবেশী দেশে আবারো এই উত্তপ্ত পরিস্থিতির কারণে তাই কিছুটা হলেও প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)